তোমার প্রেমের কাছে হেরে গেছি তাই,
বুকের শত যন্ত্রনারে নিজে-ই বয়ে যাই।

বিবেকের কাছে খাই প্রতিক্ষণই মা'র,
লজ্জাতে মাথা নতই হয় প্রতিটি বার।

কতনা কষ্ট আমি দিয়েছি তোমায়,
তবু ও সরনি তুমি ছাড়নি আমায়।

ছিল বড়ই সন্দেহ কি হবে যে কার,
পদে পদে করে ছিনু আমি অবিচার।

সব ভুল মেনে নিলে ডাকিয়া যেদিন,
বড় যে লজ্জা পাই ভাবিলে সে দিন।

সব কিছুই ভুলে তুমি করিলে আপন,
তোমারই মহত্বে দূর হোল বিভাজন।

চির তরে বিলীন হোল শত ব্যথা-ভার,
আগেরও চেয়ে আপন হলে যে আমার।

তোমার ঐ ভাল বাসার একান্ত মন,
প্রমান করিল ভবে প্রেমেরও লালন।

<><>♥<><>♥<><>♥<><>