মিশে যেতে করি আশা
তেলে আর জলে,
কখনো মেশেনা তারা
দেখনা আসলে।
জগতে এমনও আছে
মানুষেরই মন,
জোর করে হয় নাতো
প্রেমেরই আসন্।
ভাল আর মন্দ- তে
যত ব্যবধান,
দু'জনেতে না মিশিলে
একই সে ধরন।
পাশা পাশি থেকেই হয়
সময় অপচয়,
এমন্ কোরোনা ভুল
কেহ কতিপয়।
মিলে-মিশে থাকা টাই
বড় সুন্দর,
চির কাল নেই কারোর
থাকার অধিকার।
সময় থাকিতে তাই-ই
বুঝে নেওয়া ভাল।
মরণেরও সাথী হয়ে,
দেবেনা কেউ আলো।