এতই  সুন্দর  আবিস্কার,
ক'জন ভাবে  সৃষ্টি  তাঁর?
সব কিছু সেই  বিধাতার,
না দেখিলেও চোখে তাঁর।

অ'জানায় করিলে পাপ,
তাঁর কাছে চাইলে মাপ।
নিশ্চয়ই  করবেন সাফ,
থাকলে মনে  অনুতাপ।

কি  লাভ  করে  মরণ  ভয়,
তাঁর  হাতেই তো মৃত্যু হয়।                        
পারব কি কেউ করতে জয়?
  যদিও   তিনি   করুণাময়।

যম যখন-ই কাছে  আসে,
চোখের উপর মৃত্যু ভাসে।
ঢুকলে  বুকেই  মরণ ভয়,
আসলেই  তার  মৃত্যু হয়।