মাগো তুমি চলে গেলে
দেখবে কে আমার,
তোমার মৃত্যু আমার কাছে
বড়ই ক্ষতিকর।
বাবার কষ্ট পাইনি আজও
তোমার প্রেম আদরে,
এখন্ তুমি চলে গেলে
ডাকবো আমি কারে?
কে দেবে সেই সান্ত্বনা মোর
কে বা দেবে ঠাঁই?
স্রষ্টা যেন না নেয় তোমায়
মিনতি মোর তাই।