কত প্রেম চলে গেছে
শত পাওয়া সুখ,
শূন্য করিয়া আমার
ভরা সেই বুক।

পুলকের কথা গুলো
আজও দোলা দেয়,
অকাতরে ঠেলে দেই
কাঁদি বেদনায়।

স্মরণে আসিলে মন
দুঃখে ফিরে যায়,
চাইনা স্মরিতে তাই
চলে যাওয়া ঠাঁই।

একে একে সুখ স্মৃতি
করিয়া বিলীন,
বাকীটা জীবনে চাই
থাকিতে মলিন।

এর চেয়ে বেশী কিছু
চাইনা সে আর,
স্রষ্টার-ই কাছে এই
মিনতি আমার।
<>♠<>♠<>♠<>