ছিল, শত  পরিকল্পনা,
করবো নাকি করবোনা।
বাড়লো মনেরই যন্ত্রনা,
আছি,পরেই থাকবোনা ।।
                    

কয় দিনেরই জীবন শুরু?
কেবা আমার শিক্ষা গুরু?
কাঁপছে যে বুক দূরু দূরু,
মনটা  ছিল  ভিষন ভীরু ।।


যে যাই করি অবহেলা,
দিনে দিনেই যায় বেলা।
সাঙ্গ হবে সকল খেলা,
এই দুনিয়ার রঙ্গ মেলা ।।

হায়রে অবুঝ পাপী মন,
যা আছে বিধি'র লিখন।
কি ছিল সব  প্রয়োজন ?  
সব করিবো  সংশোধন ।।  

সব মূলে প্রেম আলিঙ্গন,
মৃত্যু ই যে তার নিদর্শন।
মরণ আমার  সঙ্গী সাথী,
দুনিয়ার ভুল  মাতামাতি ।।

<>=<><><><>=<>
তাং-১৭-০৮-২০১৪ ইং<>
রাতঃ-০২টা ১০মিঃ<><>
স্থানঃ-কড়িয়াঃ/কেশবপুর>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<><><><>=<>