সকল, মনের বৃষ্টি হয়ে
ঝরতে আমি চাই,
সব হৃদয়ের ভালবাসা
আমি যেনো পাই ।।

সকল মনে প্রেমের দাগে
স্মৃতি  পাবে  ঠাঁই,
মারা গেলেই বুঝবে সবে
যে ছিল, সে নাই ।।

কিছু না পাই, দোয়া পাব
পাবো  অশ্রু জল,
পরকালের প্রাপ্য আমার
এটাই মনের বল ।।

কেউ না যেন "ব্যবহারে"
কষ্ট  পেয়ে  যায়,
কবর বাসী তারাও যেন
'বুকে' টেনে নেয় ।।  

সবার আগে  মানব সত্য
মূল্যবান এই বাণী,
একথা নয় আমার মুখের
সকল ধর্মেই শুনি ।।

কেউ হেথা নয় চিরস্থায়ী
আসলে যেতে হয়,
কেন করবো সে মৃত্যুরে
বিন্দু  মাত্র  ভয় ??

তৈরী করলে  ঈমানী বল
মানব ভালবেসে,
তাদের দোয়া,কান্না ভরে
মরণ হবে হেসে ।।

<>=<>==♥==<>=<>
তাং-১০--১২--২০১৮ ইংঃ
রাতঃ-০২টা ৫৫মিঃ২২সেঃ
স্থানঃ-কড়িয়াঃ / সোমবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<>==♥==<>=<>
♥মানুষকে,"ভালবাসা"♥