আজকে ক্ষতি কালকে লাভ
চিন্তার আছে কি ?
লাভ-লোকশান পাশা-পাশি
কেনই বলবে ছিঃ ??
যে ক্ষতিতে আজকে তুমি
ভেঙ্গেছো ঐ মন,
কালকে দেখ পাল্টে দিছে
বিধির ঐ লিখন।।
আসা-যাওয়ার এই দনিয়ায়
কেউ আসে কেউ যায়,
কষ্ট পেলে কে দেখবে তোর
বিদায়ের মৃত্যু সময়।
যে যাবার সে চলেই যাবে
এটাই নিয়ম-নীতি,
নূতন রূপেই আসবে কেহ
তারে জানিও প্রীতি।।