সব মানুষে'র এক "ধারা' নয়,
কেউ রুক্ষ, কেউ সরল ই হয়।
কেউ "সুযোগে" কষ্টটা'ই দেয়,
কেউ প্রেমেতে নিজকে বিলায়।
কেউ সত্য টা স হ জে ই কয়,
মিথ্যা বলেই কেউ করে জয়।
'জয়-পরাজয়ের জীবন যুদ্ধে,
কেউ নীচু'তে কেউ বা উর্ধে।
কেউ জুতা চোর কেউ বা সাধু,
কেউ ঝাল-টক কেউ বা "মধু।
কেউ গোপনে কেউ ইশারা'য়,
কেউ প্রকাশ্যে জীবনও দেয়।
কেউ আসে কেউ যায় যে চলে,
কেউ বলে আর কেউ না বলে।
কেউ 'আস্তিক'' কেউ "নাস্তিক,
কেউ বুদ্ধ আর কেউ "সাস্ত্রিক।
কেউ প্রকাশ্যে কেউ গোপনে,
ভালোবেসে যায় প্রেমের মনে।
এমন ই ভাবে "মানবের" রূপ,
কেউ অনর্গল, কেউ থাকে চুপ।
<>=<><><><>=<>
তাং-২০--১২--২০১৮ইংঃ
রাতঃ-০২টা ৩০মিঃ১২সেঃ
স্থানঃ--কড়িয়াঃ />বুধবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>=<><><><>=<>
♠>মানবরূপ,বিচিত্রময়<♠