বাবার পাশে, মা ডেকে কয়
শোনরে খোকা শোন,
এখন্ থেকে ঠিক মত দে
পড়া শুনায় মন।।
হতেই হবে মানুষ তোকে
এটাই রাখিস মনে,
একবারও তুই মিশবি না ঐ
অমানুষদের সনে।।
আমরা যে তোর পিতা মাতা
অতি আপন জন,
আর পাবি না কারও কাছে
এমন্ প্রেমের মন।।
বাবা-মায়ের থাকলে দোয়া
সন্তানের - - উপর,
তার মত আর বড় পাওয়ার
কে দেবে কি তোর?