আমার মনে হয়,ধীরে ধীরে পৃথিবী
সত্য, সুন্দর এবং অতি বাস্তব,ন্যায়
পরায়ণতা থেকে বঞ্চিত হ'তে চলে-
ছে। আমরা দিনে দিনে সত্য,ন্যায় ওসুন্দরকে ভুলতে বসেছি। বেড়ে
গেছে অসৎ,অন্যায় ও মিথ্যের বাড়ানী।
তারই মাঝ খানে বসে,আমি আমার
মা জননীকে নিয়ে সুরে সুরে একটা
সঙ্গীত লিখে, আমার হৃদয় নিংড়ানো
সুর করে মা জননীকে শোনালাম।
দয়া করে কবি বন্ধুরা দেখুনতো কোন
ভুল হোল কি না ?
মা আমার মা - - - মা আমার মা (২)
বাবা সেই চলে গ্যাছে,দূর অজানায়,
মা,আমার সেই থেকেই
শোক বিছানায়।
এখন্ আমি ব্যাস্ত বড়
মা'য়েরই সেবায়।
মা'য়েরই দোয়া ছাড়া
কারো নেই উপায় (২)।।
মা আমার মা - - - মা আমার মা। ঐ
কত অসহায় ছিলাম জন্মিয়া সেদিন,
কি করে শুধরাবো মা'য়ের দুধের ঋণ
শত জ্বালা-যন্ত্রনা,নীরবে সহিয়া মা(২)
দিয়েছেন বুকে ধরে অনুপ্রেরণা - - -
কি করে সেই মা'য়েরে ভুলবো বলনা(২)?
মা আমার মা - - - মা আমার মা। ঐ
শীতের রাতে পড়েনি ঘুম
সন্তানের পীড়ায়,
কেটেছেন সারাটি রাত
বসেই বিছানায়।
না দেখেই স্বার্থ মা,জননীর ভূমিকা(২)
সাধনায় ছিল শত মঙ্গল কামনা - - -
মা'য়েরই পায়ের নীচে বেহেস্ত জানা(২)।।
মা আমার মা - - - মা আমার মা। ঐ