গতকাল অর্থাৎ ২৪-৫-২০১৮ ইং তারিখের
গীতি কাব্যটা ছিল আমার জন্মদাতা বাবাকে
নিয়ে লেখা আর আজ যেটা লিখছি এটা হচ্ছে আমার গর্ভধারিনী 'মা' জননীকে নিয়ে লেখা
গীতি কাব্য। আসরের সকল সুপ্রিয় কবি ভাই
বোন এবং বন্ধুদের সৌজন্যে। ধন্যবাদ।
মা বলেছেন তুমি খোকা,দুঃখ কোরো না,
আমার -- --- ---
মা বলেছেন তুমি খোকা,দুঃখ কোরো না।
তোমার -- --- ---
লাগবে নাতো গাড়ী-বাড়ি,লাগবেনা সোনা,
মায়ের দোয়া আখেরের পথ,আছে তো জানা।।
মা বলেছেন --- --- --- - কোরো না (২) ঐ
কি হবে অর্থ-কড়ি, এত আয়োজন ?
হঠাৎ যে যেতে হবে,আসিলে সমন।
সমাজ পতিরা দেখ,প্রতি নিয়ত - -
হারামকে আকড়ে হালাল,করছে নিহত।
তুমি তাদের মত হইও নাকো,বেহায়া কানা।।
মা বলেছেন --- --- --- কোরো না (২) ঐ
আমলে দাও যে মন,সবই পরিস্কার - - -
তার আগে ত্যাগ কর ঐ,দিলের অহংকার।
দীনে করিলে দয়া, পাবে আখেরাত,
এখানে যা কিছু সব,হবে যে বে-হাত।
দিওনা কষ্ট কারো, হৃদয়ে ব্যথা - -
অভিযোগ থাকলে কারো,চলবেনা কথা।
তুমি পরপার হারাতে হেথায়,দিওনা হানা।।
মা বলেছন --- --- --- কোরো না (২) ঐ