অক্কা পেয়ে বুড়োয় নাকি মক্কা যেতে চায়,
এমন্ কথা শুনে বলুন কারনা হাসি পায়।
কেউ শুনে কয় বাজে কথা,
বাড়ীর লোকের ঘোরে মাথা।
এটা নাকি ডিজিটালের পড়েছে আওতায়।
♣===♣===♣===♣===♣===♣
এটা আমার জীবনের দ্বিতীয় ♣লিমেরিক♣
ডিজিটাল নামেই আখ্যায়িত করলাম। ভুল-
ত্রুটি ক্ষমা করবেন সুপ্রিয় কবি বন্ধুরা।==।
♠===♠===♠===♠===♠===♠=