কবি আর ঐ লেখকের মাঝে                   বেবাকটি- - ব্যবধান,
কবির লেখণী  ছন্দের তালে
লেখকে লেখে সমান ।।

খুব  সহজেই  যায় না লেখা
কবির খেতাবে  নাম,
গায়ের জোরে যে যাই বলুন
প্রমাণে করে, প্রণাম ।।

কবির  মগজে  স্বর্গীয়  মেধা
একান্ত - - বিধাতার,
ছন্দ পতনে কখনো মেলেনা
লেখকের সাথে তার ।।


গাঁজাখুরে যত বাসার গল্প
কবিতায় দিয়ে রূপ,
লেখক লেখেন যা ইচ্ছা তা
কবি  তথা  নিশ্চুপ ।।

এতটাই যদি  সহজই হোত
কবির  কবিতা  লেখা,
সকলেই হোত বড় কবিজন
অল্পেই যেতো শেখা ।।

কবির মেধা তো একান্ত সে
স্রষ্টারই  অবদান,
এত  সহজেই  কবিত্ব লাভ
ফুলহীন  উদ্যান ।।

তবু পাশাপাশি  লেখক কবি
একে অপরের ভাই,
দুইয়ের মাঝে বড় ভালবাসা
কোন ব্যবধান নাই ।।