কিসের আশা, কোন্ ভরসায়
ক'দিনের  জীবন ?
ভাল-মন্দের দুঃখ-আনন্দের
ক'দিনের যৌবন ??

এক'শ বছর  হায়াৎ পেলেও
ক্ষণযৌবন কাল,
এর ভিতরেও আসতে পারে
মৃত্যুই  অবিচল ।।

কিসের ভয়ে,কোন ভরসায়
নকলেই  ভরপুর ?
এখনো সেই  আসল পেতে
পথ টা  কত দুর ??

আর  পারি না  এমনি করে
সইতে দুঃখ ভার,
যেদিক তাকাই শুধুই দেখি
ব্যাপক অন্ধকার ।।

ভাবনা'তে তো পাইনে খুঁজে
বাস্তবতার - -সুর,
এখন্ আমি প্রেমের খাতেই
বেশ কিছু টা দূর ।।


<><><><><><><>>
তাং--২৩--০১--২০১৮ ইং>
রাতঃ- ০২টা ৩০মিঃ <><>
স্থানঃ- কড়িয়াঃ/কেশবপুর=>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ>
<><><><><><><>>