এই দুনিয়ায় আমরা নাকি
সৃষ্টি সেরা  শ্রেষ্ঠ  জীব,
বইছে মনে  প্রশ্নই  আমার
ভুল ধারনাও চিরঞ্জীব ।।

মানব নামের মানুষ গুলো,
এখন দেখি মানুষ নেই,
যার মত সেই  ছুটছে যেন,
নিজ স্বার্থের  অন্ধতেই ।।

নেই মনে আজ মনুষ্যত্বের
প্রেম জগতের মহব্বত,
সকলেই  আজ  ক্ষুধার্থতে
বিলিয়ে যায় স্বইজ্জত ।।


♠ কোথায় গেল আজ ?♠
তাং- ১৯=১০=২০১৮ ইং
রাতঃ- ০৯ টা ০৫ মিঃ=>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<=♠==♠♠♠==♠=>।