কোথা গেল সেই মানুষ গুলো
অতীতেই ছিল যারা,
দেখি নাতো আর সরাসরি কারো
তাদেরই সে চেহারা।
কোন্ অজানায় আছে পড়ে তারা
দেখিবারে ছিল সাধ,
অনেক খুঁজেও শুনি নিতো কারও
পাওয়ার সু সংবাদ।
পলে পলে আজ মনে পড়ে যায়
তাদের সে ব্যবহার,
কতই ছিল যে মাখা মাখি ঘেরা
আনন্দের বাহার।
আজও যে হৃদয় কেঁদে ফিরে যায়
স্মৃতিরাই দোলা দেয়,
দিনে দিনে দেখি চারি দিকে যেন
করুণ হাওয়ারা বয়।
আসবেনা আর জানি নাতো তারা
শুনবে না আর ডাক,
অনেক দূরেই আছে পরে সেই
মরণের সে পোষাক।
তারাই এখন্ ডাক দিয়ে যায়
আয়রে তোরাও আয়,
কি হবে আর থেকেও তোদের
পাপের ঐ দুনিয়ায়?
কিসেরই আশায় বাহাদূরী আর
কেনই গড়িস ঘর?
পৌছে যাবেই "সমন" যে দিন
হঠাৎ হবি যে পর।
কেউ পারিনি থাকতে হোথায়
হিসাব টাও নিখুঁত,
"আমল"করেই আয়রে সবাই
সাঁজার আগেই ভূত।