তুই বিহনে কষ্টই আমার
হৃদয় পুড়ে ছাঁই,
এই ভূবনে তুই ছাড়া আর
আপন কেহ নাই।
তুই যে আমার অন্ধকারে
পূর্ণিমার ই চাঁদ,
প্রতিটিক্ষণ না পেলে তোর
হই আমি উন্মাদ।
রাত্রে থাকি পাশা পাশিই
বুকে রেখেই বুক,
সারা নিশিই ব্যাকুল থাকি
এমনি পেতে সুখ।
তুই যা করিস আমায় নিয়ে
প্রতিটিই প্রহর,
চোখের আড়াল হলে হৃদয়
করে হা হা কার।
দিনে গোলাপ,রাত্রিতে চাঁদ
তোরে ভাবি তাই,
তুইতো আমার,শ্বাস-নিঃশ্বাস
কি করে বোঝাই ?
কি করে বল্ বাঁচবো আমি
তুই সে বিহনে,
সাথী হয়েই থাকবি আমার
জীবন ও মরণে।