জন্ম তোমার যেখানেই হোক
কর্মে  করো  ভালো,
তোমার দ্বারাও জ্বলতে পারে
এই দুনিয়ার আলো ।।

কার্  প্রতি  তাঁর  দয়া  কখন
কেউ জানে না তাই,
দিতেও পারেন কর্মে তোমার
অ নে ক ভালোটাই ।।

ভাগ্য  বলেও  যেটাই  আছে
তাঁর ই দেওয়া দান,
জুটতে পারে ভাগ্যে তোমার
সেই পথেরই  মান ।।

আশায়  আশায়  জগৎ  বহে
সবাই  করে আশা,
দিতে পারেন তোমার ভাগ্যে
শান্তি সুখের বাসা ।।

নিরাশ হয়েই কেউ থেকোনা
সেটাই  হবে  ভুল,
নিরাশ মনের  অলস কর্মেই
হারায় প্রেমও কূল ।।


<============>
তাং ১০=০৭=২০১৫ ইং>
সময়ঃ-ভোর-০৪টা ৪৫মিঃ
স্থানঃ- কড়িয়াঃ ====♠>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ