কবিতা মানে এটাই তো নয়
মাঠের "বিজ্ঞাপন",
কবিতা মানে এটাই তো নয়
"ছন্নছাড়ায়"  মন ।।

কবিতা মানে এটাই তো নয়
"পাগলেরও" প্রলাপ,
কবিতা মানে এটাই তো নয়
অন্যায়ে নেই "পাপ"।।

কবিতা মানে এটাই তো নয়
যা ইচ্ছা তাই লেখা,
কবিতা মানে এটাই তো নয়
"অভদ্রতাই"  শেখা ।।

কবিতা মানে এটাই তো নয়
"রাজার" সিংহাসন,
কবিতা মানে এটাই তো নয়
পাগলামী আচারণ।।

কবিতা মানে এটাই তো নয়
"ইচ্ছাতে"  বসবাস,
কবিতা মানে এটাই তো নয়
হোক না  "সর্বনাশ" ।।

কবিতা মানে এটাই তো নয়
মানবতাহীন লজ্জা,
কবিতা মানে এটাই তো নয়
উলঙ্গ সাজ-সজ্জা ।।

কবিতা মানে এটাই তো নয়
"অজ্ঞানীর"  প্রলাপ,
কবিতা মানে এটাই তো নয়
সমাজের অভিশাপ।।

কবিতা মানে এটাই তো নয়
মূর্খের  "অ বি চা র",
কবিতা মানে এটাই তো নয়
কিছু নেই শিখিবার।।

<>=<><>=<><>=<>
তাং--১৫--১২--২০১৮ ইংঃ
রাতঃ-১০টা৪০মিঃ২২সেঃ
স্থানঃ--কড়িয়াঃ/শনিবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>=<><>=<><>=<>
♠"কবিতায়"এটা তো নয়♠