জানি না কোথায় কার ঘর,
কে আপন কেবা কার পর।
আসর কে বাসি আমি ভাল,
সব কবি মোর কাছে আলো
হৃদয়েতে তারা জানি ভাই
বোনেদের হৃদে আছে ঠাঁই।
কেহ নয় কারো থেকে দূরে,
একই তালে গাই গান সুরে।
সব কবি মিলে এক সংসার,
আসরে ঢুকে পাই মজা তার।
দাপটে বিবেধে নেই গর্জন,
বিবেক বিবেকে চলে অর্জন।
ধর্ম জাতিতে নেই ভেদাভেদ,
হিংসায় নেই,কার মনে খেদ।
কার মাঝে নেই কোন সংশয়,
যার যার মত সেই লিখে যায়।
যদিও করিনা, কেউ কার ঘর,
তবু জানি, এটাই তো সংসার।
যার যত মেধা,লেখণীতে পাই,
কবিতা আসরে,হয় তা যাচাই।
হারজিৎ ভাবটা, না রেখে মনে,
প্রতিদিন লিখি তা,মনের টানে।
বিচারে নেই আশা গাই গুনগান
কবিরাই কবিদের প্রিয় সম্মান।
একদিন পাতায়,না পেলে কারো
ব্যথাতে ভরে যায়, বুকটা আরো।
মনে হয় দেখিনি কত দিন তার,
কমে যায় পাতায় এলে কষ্টভার।
জানিনা ভাগ্যদিন কত দিন কার,
আমার হৃদয় ভাবে শুধু দুরাশার