কবি হতে গিয়ে,লিখে বারেবার
মেলাতে পারিনি ছন্দ,
আবোল-তাবোল মন গড়া কথা
লিখেই বেঁধেছে দ্বন্ধ।
নাম করণেরও স্বার্থকতায়
সেখানে খেয়েছি মার,
চারি দিকে সব রব উঠে গেছে
আমি নাকি শবাধার।
আরও কত কথা কর্ণতে বাজে
বলতে পারি না কিছু,
সমাজের মাঝে বড় হতে গিয়ে
হয়ে গেছে মাথা নিচু।
চারি দিকে শুনি কবি আর কবি
লিখিয়া তুলেছে বাণ,
সেই কথা শুনেই কবি হতে গিয়ে
খুলেছিনু অভিধান।
কঠিন কঠিন শব্দ কুড়িয়েই
বানিয়ে তাতেই ধার,
বোঝাতে চেয়েছি আমি বড় কবি
মাইকেল মানবে হার।
আসলে কি তাই সম্ভবও হবে
আমার ভাবনা যত,
কেন আমি থাকি আকাশ চুম্বী
কল্পনায় অবিরত ?
কখনো কি তাই সম্ভবও হয়
এমনও মনের আশা,
যত টুকুই ছিল মান সম্মান
সেখানেও হোল ফাঁসা।
<>♣<>♣<>♣<>