যে আসার  আসুক  সে
বেঁধে রাখা  ভুল,
'বিধাতা' যেখানে তারে
পাঠাতে ব্যাকুল ।।

ক'দিনের'ই মোলাকাত
তুমি,আমি কে ?
কেন,স্রষ্টার উপরে এই
মাতব্বরীতে  ??

কিভাবে এসেছি আমি
বলি  কি  করে ?
বাঁধা তো দেয়নি কেউ
সেদিন আমারে ।।

আজ তুমি  এসে ভবে
ক ত না  'আইন',
বিধাতার ই  হিসাবেও
না কতো 'ফাইন' ।।

বেশী ভাল,ভালো নয়
জ্ঞানীরও বচন,
দু'দিনের'ই ক্ষমতাতে
আজবী  নাচন ।।

নিজেই  রাখে না  যে
নিজেরই খবর,
কোন্  বলে  ভবিষ্যৎ
দেখায় জবর ??

এখনো  সময়  আছে
ভালো হয়ে যা,
ঘাড়ে যে  মরণ বসে
ভাবিস কি তা ??

অতীতের'ও  বাহাদুরী
কার্  কি আছে ?
দেখছিস কি ভেবে তা
আগে বা পাছে ।।

কেউতো থাকেনা ভবে
চিরোকাল ব্যাপী,
তুইও তো  মরবি দেখ
আজ না হয় হ্যাপী ।।

<>=<>====<>=<>
তাং--০৭--১২--২০১৮ইংঃ
রাতঃ-০২টা ৫৫মিঃ ১০সেঃ
স্থানঃ-কড়িয়াঃ/শুক্রবারঃ=>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<>=<>====<>=<>
♣কিসের ক্ষমতা এত ?♣