আমি, এমন করিনি কিছু,
যে ভাবে করেছ নিচু। করিনি, এমন্ কোন পাপ ।।
ঐ, নিজেকে সরিয়ে নিয়ে,
সামান্যে ভেঙ্গে গিয়ে।
মনের গভীরে দিলে ছাঁপ ।।
এভাবেই কাছে আসিবার,
কি ছিল সে দরকার।
হঠাৎ হয়ে করিতে আপন ??
নিজেকে সরিয়ে নিলে,
কতই মূল্য দিলে ?
জ্যান্ততে করিলে দাফন ।।
কখনোই, ভাবিনি যারে,
সেই নিল বুকে মোরে।
বুঝিলাম, বিধিরও বিধান ।।
যদি, আপনে কষ্ট দেয়,
সহজেই মেনে নেয়।
দূরে থাকা, নয় সমাধান ।।
তাং-২০=০৯=২০১৮ইং
রাতঃ-- ১০টা ১২মিঃ ।।
বৃ হ স্প তি বা র ।।
=♥==♥==♥==♥=