খুকুমণি, কি চাও তুমি
কোথায় তোমার ঘর ?
কি নাম তোমার,কে সে পিতা
বলোনা - - একবার ??
কেন তোমার মুখ টা মলিন
চোখে অশ্রুজল ??
কোন্ সে ব্যথা লুকিয়ে বুকে
অশ্রুই টলমল ।।
বল তোমার বাবার নামটি
চিনতে পারি কি,
কি ভাবে সেই,বাবার কাছে
তোমায় পৌছে দি ।।
বাসা ছেড়ে ক'দিন তুুমি
না খেয়ে কয়বার,
দয়া করে বলনা শুনি
মা মণি আমার ।।
আমি তোমার পিতার সম
তুমি আমার মেয়ে,
সকল ব্যথা ভুলতে পারো
আমার দিকে চেয়ে ।।
পৌছে দেবার ঠিকানা টা
এবার তুমি দাও,
সকল দুঃখ ভুলে যাও মা
খানা টুকু খাও ।।