কেউ চাহেনা, ঠান্ডা গরম
উভয় প্রতিকুল,
কেউ চাহেনা,ভুলের মাঝে
থাকিতে মশগুল ।।
কেউ চাহেনা, সঠিক ছেড়ে
মন্দ পথের আয়,
কেউ চাহেনা,আয়ের চেয়ে
বেশীটা হোক ব্যয় ।।
কেউ চাহেনা, সুখটা গিয়ে
দুঃখ করুক ভর,
কেউ চাহেনা, কষ্টই পেয়ে
নিজেরা হোক পর ।।
কেউ চাহেনা, ছাড়তে হেথা
স্বপ্নেরই দুনিয়া,
কেউ চাহেনা,যাক দিন সব
একলাই গুনিয়া ।।
<<=====♠=====>>
তাং =২৩=০৪=২০১৬ ইংঃ
সময়ঃ= বেলা ১০টা ২৫মিঃ
স্থানঃ= কড়িয়াঃ =====♠
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
♠==♠===♠===♠==♠