কেউ চাহেনা,আপন ছেড়ে
পর স্থানেই ঘর,
কেউ চাহেনা ব্যবহারেই
কমুক নিজের দর ।।
কেউ চাহেনা বুড়া হয়েই
হারাতে যৌবন,
কেউ চাহেনা,ভাংতে হৃদয়
একটি প্রেমী মন ।।
কেউ চাহেনা, দন্ত পড়ুক
সাদা চুলের রঙ,
কেউ চাহেনা, চাচা হতে
বুড়া নামের সঙ ।।
কেউ চাহেনা,রগটা বসুক
গায়ের চর্ম ঢিল,
কেউ চাহেনা,স্বামী বউয়ে
আপনে গরমিল ।।
<=============>
তাংঃ=২২=০৪=২০১৬ ইং
সময়ঃ=বেলা=৯টা০০মিঃ
স্থানঃ= কড়িয়াঃ =====>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
♠= কেউ চাহেনা =(১)=♠
<==♠===♠===♠==>