খুব বেশী দিন নয় জীবনকে
আগলে রাখা যায়,
আমরা সবাই দাঁড়িয়ে আছি
সাগর কিনারায়।
কেউ কিছু দিন আগে যাবো
কেউ কিছুদিন পর,
ভাটার টানেই চলছি সবাই
এখন্ তো জোয়ার।
কিসের মায়ায় ঘুরছি ভবে
কার প্রতি এই টান?
এক মুহুর্ত নেই তো সময়
কোন সে অভিযান?
বিশ্বাস সবার অ-জানাকেই
কোন্ সে ভরসায়?
নিজের মতেই চলছি মোরা
কার সে ঠিকানায়?
এক বারও কি হয়না স্মরণ
প্রতি মানব কল!
হঠাৎ একদিন কেড়ে নেবে
মনের শক্তি বল।
সময় থাকতে বোঝা উচিৎ
যে যাই করি ভাই,
দমের উপর বিশ্বাস করার
কোন উপায় নাই।