ভাল বাসো কাছে আসো
দাওনা প্রিয়া মন,
তোমার প্রেমের বক্ষে কর
আমার সিংহাসন।
বুকটি ভরা ভালো বাসা
যা আছে আমার,
সুখ, মহলেই ভরে দেব
প্রেমের উপহার।
বাঁকা চোখে প্রেম ইশারা
মুচকী হাসি মুখ,
প্রেমে প্রেমে ভরে দেব
বুভূক্ষ প্রেম বুক।
বাঁধা-ধরা সমাজটারে
শিক্ষা দিতে চাই,
যুদ্ধ কেন প্রেম জীবনে
কেনইবা লড়াই?
কার ক্লাসে বাদ পড়েছে
প্রেমের ইতিহাস!
কে করিনি সেই অঙ্গনে
আজও বসবাস?
কোন ধর্মে নিষিদ্ধ নেই
প্রেমের আলাপন,
বৈধ প্রেমে নারী-পুরুষ
করতে আলিঙ্গন।
নর ও নারী দুইটি জীবন
মিলে-মিশেই এক,
প্রেম বহরে চলছে জগৎ
দেখনা বুঝে দেখ।
কেনবা এই বাঁধা পোড়েন
কেনইবা সংশয় ?
ভালো বাসার শুরু থেকে
প্রেম অকুতোভয়।