যে সুখের আশে ঘোরে
প্রতিটি  মানুষ,    
সে সুখও  শান্তি  মূলে  
নগ্নের হা-হুস ।।

ভাবনারই  মাঝে যারে
লুকিয়ে  রাখা,
প্রকাশে, বিবেকই  হয়
মরমী  একা ।।

স্রষ্টারই   সৃষ্টি   দেখি
বিচিত্র এ রূপ,
ভুল  হবে  লজ্জাতেই
হাসিলে বিরূপ ।।

নারী ও পুরুষে  ঘটে
মধুরও  মিলন,
অ নে ক  কষ্টে  বহে
সেই সে আসন ।।

থাকিলেও  কষ্ট সেথা
সুখ  অনুভব,
সে কষ্টই শান্তি আনে
মিলনও তলব ।।

লজ্জার ও  কিছু নেই
চির  সত্যই,
শিকলের বাঁধা প্রেমে
তাই পাগল হই ।।

দোহে নারী পুরুষের
মিলনও যেথায়,
আমরা লুকাতে চাই
সেখানে সেথায়।।


রাতঃ-- ১০টা  ১৫মিঃ
২১ =০৯=২০১৮ ইং
শু ক্র বা র =====
♥==♥===♥==♥