কেন ফেলে চলে গেলে এভাবে আমায়?
সেই থেকে পড়ে আছি কঠিন এক দায়।
ভুলিতে পারিনে তাই লিখি কবি গান,
লেখনিতে খুঁজে পাই তোমার অবদান।
সাক্ষাতেই কথা হয় আগেরই মত,
শুধু নেই লেন - দেন নগতেই যত।
কি করে পারিলে তুমি করে যেতে পর?
যাবে যদি কেন দিলে এত প্রেম আমার?
বুকে শত যন্ত্রনায় করেই হা-হুতাস,
একান্তে কাছে পেতেই মনে বড় আশ।
কেন সে আগের মত  ডাকনা আমায়,
অভিসারে দিতে প্রেম নিজো সাধনায় ?
মাঝে মাঝে দেখি আমি শুধু যেতোমার,
পাইনা সেখানে শুধুই প্রেমের অধিকার।।
প্রিয়া হয়ে দেখা কর অভিসারেই এসে,
সব কিছু ভুলে আমি কাছে আসি হেসে।