মানুষে মানুষে আজ
কেন দ্বিধা-দ্বন্দ্ব!
কেন এত রেশারেশী
কেন কথা বন্ধ ??

কেন আজ নিয়মহীন
মানবতা  শুন্য ?
কেনইবা মানুষ আজ
এই রূপে বন্য ??

কোথায় হারিয় গেল
প্রেম ভালবাসা !
মানুষ  আজ বেহায়া
কেন এত খাসা ??

আপন  আপনে কেন
নেই কোন টান !
হারাতে বসেছে কেন
নীতি   সম্মান ??

অতীত টা  আসবে না
কখনই ফিরে,
দিনে দিনে রূপ নেবে
পশুত্বে  ঘিরে ।।


♠>==<>=<>==<♠
তাং-২৫=১০=২০১৮ ইং
বেলাঃ- ১২টা ২৫মিঃ=♠
স্থানঃ-কড়িয়াঃ/বৃহস্পতি।
01742-774644 Mob♦
♠<>=<>=<>=<>♠