পুরানোটার সব ভোলা যায়
যায়না শুধু স্মৃতি,
প্রেম হলে আর কথাই তো নেই
বাড়ায় দ্বিগুন প্রীতি।
বর্তমানের উপস্থিতিই
ভবিষ্যতের আশা,
অতীত আবার ভুলেই গেলে
স্মৃতির কোথায় বাসা ?
আমরা কিন্তু সবাই ই ধরা
তিন সময়ের কাছে,
অতীত ভাসে,বর্তমান এই,
ভবিষ্যতের আশে।
এই দুনিয়ার নিয়ম-নীতি
এটাই বলা যায়,
বাস্তবতায় ভুল করিলেই
থাকবেনা তার ঠাঁই।