কেউ পায়,কেউ খায়,কেউবা হারায়,
কেউ এসে পরিশেষে ভালবাসা দেয়।
কারো বা জীবনে সুখ অনন্ত কাল,
কারোনা জীবন হয় বৃথা জন্জাল।
সুখেরই স্বপ্ন দেখে কেহ বারো মাস,
কারো বা জীবনে বহে শুধু হা-হুতাশ।
রুপের গরবে কেহ মাতিয়া বেড়ায়,
যৌবন গেলে আর ফিরেনা সে পায়।
জীবনের সব কিছুই এ ভাবেই হয়,
বিবেক থাকিতে প্রেম করো সন্চয়।।