যত আশা ততই ভুল,
আশায় করে মন ব্যাকুল।
সব মানুষের এক আশা,
শান্তি,সুখ আর ভালবাসা।
সকল মানব পেতে চায়,
শান্তি ধামের সুখ উপায়।
দুঃখ এসে দেয় যে হানা,
কষ্ট আশা কেউ করেনা।
বিনা ডাকায় হাজির হয়,
হয় সহজেই খুব সহসায়।
বড় আশায় বাঁধে বাসা,
বিলীন করে আন্ত্রিক আশা।
ডাকে না তো ইচ্ছা করে,
তবুও থাকে পাশটা ঘীরে।
এটাই ধর্ম এই দুনিয়ায়,
আশায় ঘীরে জগৎ টা বয়।
<=♠==♠==♠==♠=>
তাং-১০=০৭=২০১৫ ইংঃ
সকালঃ- ০৬ টা ১৫ মিঃ=
স্থানঃ- কড়িয়াঃ"যত আশা"
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<=♠==♠==♠==♠=>