চলে গেলে সময় আর
আসেনা ফিরে,
জন্মানো জীবনটাও
যায় ধীরে ধীরে ।।
জীবনের সব কিছু'ই
একে একে যায়,
এক বার গেলে আর
ফিরে নাহি চায় ।।
সময়ের এই স্বল্পতায়
কিবা নিয়ে যাই?
যতটুকুই বেঁচে আছি
কি করি যাচাই ??
চাওয়া-পাওয়া জীবনের
কি এমন ঠাঁই ?
মিছামিছির অজানায়
কিবা করি তাই ??
<>=<>====<>=<>
তাং-২৯-১০-২০১৮ ইংঃ>
রাতঃ- ১০টা ১০ মিঃ ==।
স্থানঃ- কড়িয়াঃ/সোমবার ।
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<>==<>==<>==<>