আমি যেদিন চলে যাবো
এই ধরাতল ছাড়ি,
শোনা মাত্র আসবে সবে
আমায় মৃত্যু বাড়ি ।।
কান্না-কাটি আহাজারির
বইবে আ হা কার,
যাদেরই ছিনু অতি প্রিয়
তারাই করবে পর ।।
আদর যত্ন ভালোবাসার
না ছিল কমতি,
দম ফুরানো মুহুর্তে শেষ
যা ছিলই ফুর্তি ।।
<=♦==♦==♦♦==♦=>
তাং=১৬=১০=২০১৮ ইংঃ
সময়ঃ- ০৮টা ১০ মিঃ>>।
স্থানঃ- কড়িয়াঃ রবিবারঃ=।
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ
<=♠==♠==♠==♠=>