জীবন থেকে যায় যে সময় চলে,
কান্না-কাটি করেও কি তা মেলে ?
কখনো কেউ পায় না তারে,
এক বার চলে গেলে -- --।
কখনো কেউ পায় না ফিরে,
এক বার চলে গেলে ।।
জীবন থেকে - - - - - - - চলে (২)  ঐ

পেয়ে ও কাছে হারালে যে রত্ন,
থাকতে সময় নিলেনা তার যত্ন।
প্রেম-প্রীতি হয় কি সব-ই বলে ?
কখনো কেউ পায় না তারে,
এক বার চলে গেলে ।
কখনো কেউ পায় না ফিরে,
এক বার চলে গেলে ।।
জীবন থেকে - - - - - - - চলে (২)  ঐ

ক্ষণ-কালের সময়তে যে খুঁজলো না,
প্রেমের মাঝে জীবনকে যে বুঝলোনা।
হবে কি জয় মিশলে শুধু-ই দলে ?
কখনো কেউ পায় না তারে,
এক বার চলে গেলে ।
কখনো কেউ পায় না ফিরে,
এক বার চলে গেলে ।।
জীবন থেকে - - - - - - - চলে (২)  ঐ


বিঃ দ্রঃ - এটা আমার লেখা সঙ্গীত থেকে
গীতিকাব্য "জীবন থেকে" আসরের সমস্ত
সুপ্রিয় কবি ভাই,বোন ও বন্ধুদেরই জন্যই
আমার একান্ত সামান্য উপহার মাত্র।
ধন্যবাদ আসরের সকল বন্ধুদেরকে।
          ভাল থাকবেন।