আমার লাশের অপেক্ষাতে
কাঁদছে  শুয়ে খাঁটিয়া,
আমার প্রেমের ভালবাসায়
ডাকছে স্থান 'ঘাঁটিয়া' ।।

কোন্  দোকানের  সাদা বস্ত্র
কাফন হতে অপেক্ষায়,
এখনো  তার  পাইনি  খবর
বইছে সময় প্রতিক্ষায় ।।

কোন্ আপণের গোলাপজল
মোর নসীবের দরজায়
আতর, চন্দন,কর্পূরের ঘ্রাণ
সব কিছু যে অজানায় ।।

যার যার মত  অপেক্ষাতেই
সমন  মাত্র  পৌছাবার,
জবাব দিহির কাঠ গোড়াতে
সুযোগই নেই লুকবার ।।

<><>=<>♦<>=<><>
তাং--০২-১২-২০১৮ ইংঃ>
সন্ধ্যাঃ-০৬টা১৫মি২০ সেঃ>
স্থানঃ--কড়িয়াঃ / রবিবারঃ>
০১৭৪২-৭৭৪৬৪৪মোবাঃ>
<><>=<>♦<>=<><>
♦যার যার মত,"অপেক্ষায়"♦