<♠>যার যা খুশি,তাই<♠>
<><>==<♠>==<><>
এমন এক টা যুগ জামানায়
করছি যে বাস ভাই,
বলছি মিথ্যাই বুক ফুঁলিয়ে
লজ্জা-শরম- -নাই ।।
হা-হুতাশায় ভুগছে মানুষ
বিবেক শুন্য'তায়,
ঘুরছি ফিরছি এখন সবা'ই
স্ব প্নে র দরজায় ।।
দয়া-মায়া তো উঠেই গেছে
নিষ্ঠুরে করি ভর,
গায়ের জোর'ই সম্বল এখন
মিথ্যায় চলে দর ।।
বংশ,বুনিয়াদ,সে আবার কি
কি হবে তার দিয়ে ?
নজরে এক বার পছন্দ যার
করবো ধরে বিয়ে ।।
দিন,ক্ষণ দিয়ে করতে গেলে
সময় আমার কম,
হোকনা সে ঐ রাজার মেয়ে
তারারাম পমপম ।।
পরে না হয় ধরবে আমায়
হইছে তাতেও কি ?
কিনে ফেলব পয়সায় আমি
কে বলবে ছিঃছিঃ ??
পয়সার গায়ে রঙ লাগে না
হলেও দু'নাম্বারী,
এখন আমার পোয়া বারো
বিশাল মাতব্বরী ।।
এই মহল্লাও আমার কিন্ত
সবা'ই জানে তা,
কর্ম'ই আমার অবৈধ কাজ
তাই রে নারে না ।।
পাল্টি খেয়েছে যুগ জামানা
ঠিকানা হীন বংশ,
চলছে সবা'ই যার মত সেই
শক্তি বলের অংশ ।।
যা ইচ্ছা তাই করছে সবাই
বলারও কেও নেই,
উঁচু-নিচুতেই নেই ভেদাভেদ
এঁড়ে,দামড়া, খেঁই ।।
<><>==<♠>==<><>
তাং-০৪--০১--২০১৯ ইংঃ
ভোরঃ--০৫: ৫৪: ৪৬ সেঃ
স্থানঃ--কড়িয়াঃ / শুক্রবারঃ
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ
<><>==<♠>==<><>
<♠>যার যা খুশি,তাই<♠>