আমি জানতে চাইবোনা,খুঁজতে যাবনা,
তোমার নব্য প্রেমের, সদ্য ঠিকানা (২)
তুমি না বলে সেই ছেড়ে গেলে,
আমার সীমানা -- -- -- -- -।
হঠাৎ করে পাল্টে নিলে,মনের মোহনা।। ঐ

নিজের স্বার্থে নিজেই তুমি
গিয়েছো সরে,
একবারও কি হয়নি স্মরণ
এই আমারে(২)
এক যুগেরও বেশী ছিল
প্রেমের ছলনা -- -- -- -- -।
আমায় নিয়ে খেললে খেলা,হয়না তুলনা।।

প্রেমের  নামে  ছিল  তোমার
বড়ই  অভিনয়,
অনেক শেষে পেলাম যে তার
আসল পরিচয় (২)
তুমি ছাড়া ছিল না কেউ
আমার ললনা -- -- -- -- -।
কেমন্ তোমার বিচার তুমি করলে বলনা।।


=♥==♥==♥==♥==♥==♥=
এটাও আমার সঙ্গীত ভান্ডার থেকে
আরও একটি গীতি কাব্য আসরের
সৌজন্য, আমার এ প্রয়াস। আসর
বরেন্য সকল কবি ভাই,বোন, বন্ধু
দের একান্তই মনোরঞ্জনে -- --।।
অ  নে  ক  -- -- -- ধ ন্য বা দ।।
=♠==♠==♠==♠==♠==♠=