একদিন থাকবে না নিঃশ্বাস,
এ কথায় কেন নেই বিশ্বাস?
কেন করি  অহেতুক ঝগড়া?
থাকবেনা এই দেহ পাঁজড়া।।

দমে দমে চলে যায় আয়ুটা,
বাঁচা দিন গুলো এই বায়ুটা।
অজানায় আসা এই ধরাতে,
বিদায়ও  অজানায় হারাতে।।


<<==========>>
তাংঃ০৮=১০=২০১৮ইংঃ>
সময়ঃ- রাতঃ-০৯টা ০৫মিঃ
স্থানঃ- কড়িয়াঃ ====>>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ