যা কিছু দেবার ছিলো
দিয়েছি তোমায়,
যা কিছু নেবার তুমিই
দাওনি আমায়।
ব্যথা ভরা হৃদয়ে,
তাই কাঁদি হায় -- -- -
জীবনের চাওয়া-পাওয়া
সবই কি বৃথাই ?? ঐ ।।
কতটুকুই প্রেম বলো
তুমি দিয়ে ছিলে ?
বিনিময়ে -- কতটুকুই
তুমি নিয়ে গেলে ?
বোঝাতে পারিনি আমি
কতই অসহায় -- ---
তোমারই প্রেমের কাছে
হেরে গেছি তাই ।। ঐ।।
জীবনেরই সাধ ছিল
তোমাকে নিয়ে,
সব টুকুই তুমি তার
যাওনি দিয়ে ।
হৃদয়ের ব্যথা টুকুই
আজও কাঁদে হায় -- -
হয়তো সে প্রেম আজ
আর মনে নাই ।। ঐ।।
=<<=========>>=
এটাও আজ আমার সঙ্গীত
ভান্ডার থেকে আসরের কবি
বন্ধুদের সৌজন্যে গীতিকাব্য
টি প্রেরণ করা হোল।।>>♥
<=============>
< ২৪=০৫=২০০৯ ইং >
বেলাঃ--১০টা০০মিঃ কড়িয়াঃ
<<===========>>
০১৭৪২-৭৭৪৬৪৪ মোবাঃ=