বছর শুরু'র বৈশাখ টায়,
ইলিশ দিয়ে আদেও নয়।
পান্তা খেলেই ভালই হয়,
এসব কথার যুক্তিই নাই।
ফজরের ঐ আযান দিয়ে,
বছর শুরুই বৈশাখ নিয়ে।
এটাই সবার থাকবে পণ,
দূরেই রাখুন ঐ আরাধন।
ইংরেজ মতেই নিউ ইয়ার,
চার বছর পর লীপিয়ার।
বাংলাতে কি লেখা আছে,
পান্তাটা খাও ইলিশ মাছে ?
ভাবতে বড়ই অবাক লাগে,
খতিয়ানের কোন্ সে দাগে।
এমন্ কিছু কি লেখা আছে,
বৈশাখ শুরুই ইলিশ মাছে?
পারলাম নাতো একমত হতে,
নাইবা থাকলেন কেউবা সাথে।
এক মতে আর সবাই তো নয়,
ইতিহাস তার প্রমান যে দেয়।।