হায়,তোর চাঁদ মুখে প্রেমের কথা
শুনতে ভাল লাগে -- -- -- -- ।
ও মুখের সুধা বাণী,
আমায় যে করে ঋণী(২)
ভাল বাসা দিয়ে সে ঋণ,
শুধার আশা জাগে।। ঐ

ভ্রোমর কালো রেশমী চুল আর
মিষ্টি অধরের আঁদল,
হরিণী নয়ন যুগলে - -
আমায় করেছে পাগল।
ওরে তোর মিষ্টি হাসি,
দেখে হই বড়ই খুশি(২)
দিওয়ানা হয়েছি যে তোর,
মধুর ঐ অনুরাগে ।। ঐ

কাঁজল কালো ভ্রু রেখায়
বাঁকা একটু ইশারায়,
উদাসী এক হাওয়া লাগে
আমার অবুঝ দিলে হায়।
ওরে তোর রূপের আগুন,
বাড়ায় যে মায়া দ্বিগুন(২)
পতঙ্গের ন্যায় সে আগুনে,
পুড়তে ইচ্ছে জাগে।। ঐ


<><>♥<><>♥<><>♥<><>
এটাও আজ আমার সঙ্গীত ভান্ডার হতে
আরও একটি গীতিকাব্য আসরের সমস্ত
সুপ্রিয় কবি ভাই,বোন,বন্ধুদের সৌজন্যে,
মনোরঞ্জনের জন্য প্রেরণ করা হোল।                 ধ -- -- - ন্য -- -- - বা -- -- - দ।
<><>♠<><>♠<><>♠<><>