হঠাৎ এভাবে তুমি আমার হবে
ভেবেছিনু হয়তো বা অভিনয়,
অল্পে অল্পে কিছু গল্প ছিল -
তার মাঝে মন ছিল বিনিময় (২)।।
হঠাৎ এভাবে তুমি আমার হবে - -

সেদিনের রাত ছিল জ্যোছনা ভরা
পাশা পাশি ছিনু দু'জন আত্মহারা।
কেউ কারো ছিল নাতো কোন ভয়।।
তার মাঝে মন ছিল বিনিময় (২) ঐ

কখন্ কিভাবে কার প্রেম হয়ে যায়
আসলে পেলাম এই সেই পরিচয় -
এইতো যেমন্ হোল শুভ পরিণয়।।
তার মাঝে মন ছিল বিনিময় (২) ঐ


===♥===♥===♥===♥===
এটাও আজ আমার সঙ্গীত ভান্ডার থেকে
আরও একটি গীতিকাব্য আসরের সৌজন্যে।
বিগত ১০/১২ দিন ধরে, বেশ অসুস্থতায়
থাকার কারণে, শত ইচ্ছা থাকা সত্বেও ঠিক
মত পাতায় পাতায় যেতে না পারায়,আমি
আন্তরিক ভাবেই দুঃখিত। আসরভুক্ত সকল  
কবি ভাই,বোন,ও বন্ধুদের কাছে আশীর্বাদ
ও দোয়া প্রার্থী। ধন্যবাদ,সুপ্রিয় কবি বন্ধুবৃন্দ।
<><>♠<><>♠<><>♠<><>♠<><>