ওহে, হিংস্র পশুর দল,
আর কি খেলা খেলবি বল ?
কত দূর এই সমাজ টারে,
এমন-ই করবি রসাতল ?
ওহে, হিংস্র পশুর দল - - - - -
জেহাদ,যুদ্ধ যে যাই বলিস,
আসল পথেই ক'জন চলিস ?
ক'জন ভাবিস সমাজ নিয়ে,
জীবন পথের এই ধরাতল ?
ওহে, হিংস্র পশুর দল - - - - -
রং তুলিতে যার যেটা মন
ব্যাপক দেখাস স্ব-আয়োজন,
বাস্তবে তার কতই করিস ?
মানবতার ধ র ণী-ই তল।
ওহে, হিংস্র পশুর দল- - - - -
হিংস্র স্বভাব সব ভুলে যা
আসল পথে ফেলিয়া পা।
স্রষ্টাই দেবেন সব সমাধান,
শান্তি পথের প্রেমও উত্তাল।
ওহে, হিংস্র পশুর দল - - - - -