কারে খোঁজ প্রতি দিন
এ ভাবে তুমি,
খোলা মনে বলে যাও
শুনি তা আমি ।।
হয়তো হবে না জানি
কোন উপকার,
তবু যাও বলে তুমি
শুনি এক বার ।।
জেহাদ করতে কারো
নেই তো নিষেধ,
তুমিও করতে পারো
মেটাতে সে খেদ।।
কারে নিয়ে কত ব্যথা
কিভাবে কোথায়,
বলে দেখ হতে পারি
তোমারও সহায় ।।
তোমারও মলিন মুখ
দেখিয়া আমার,
হৃদয়ও কাঁদিয়া কয়
হারিয়েছো কার ।।
আজ তুমি খোঁজ যার
কাল সে তোমার,
শত ব্যথাও সরে যাবে
পেলে তুমি তার ।।