দেখ,গুনের প্রকাশ পায় তখন্ই,
ধরা ছেড়ে চলে যায় যখন্ ই।
বেঁচে থাকা দিনে তা হয়নাতো ফাস।
শুধু নিজে যতটুকুই করে তা প্রকাশ।। দেখ, -- -- -- -- -- -- -- -- - ঐ
সময় মূল্য পায় স্বল্পতেই এসে,
গভীর করে যে প্রেম ভাল বেসে।
শত গুনি তবু তার বোঝেনা সে যশ।
বেঁচে থাকা দিনে শুধু করে হা-হুতাশ।।
দেখ, -- -- -- -- -- -- -- -- -- ঐ
দূর্নামই ছুটে চলে বাতাস বেগে,
ঘুমের শান্তি কেউ পায়না জেগে।
অবহেলা,অনাদর,বাড়ায় অবকাশ।
বেঁচে থাকা দিনে শুধু করে হা-হুতাশ।।
দেখ, -- -- -- -- -- -- -- -- -- ঐ
কত জনে কত কথা কয় গোপনে,
যখন্ সে চলে যায় দেখে স্বপনে।
ভাল বেসে কেউ কার করে নেয় বশ।
বেঁচে থাকা দিনে শুধু চলে হা-হুতাশ।।
দেখ, -- -- -- -- -- -- -- -- -- ঐ