ভাল কি আর লাগে প্রিয়া
এই অবসর বেলা,
পাশে যেথায় থাকবেনা মোর
তোমার কোন খেলা।
ও-ও-ও ভাল কি আর লাগে প্রিয়া --
আমি চাইনে কবু এক মুহুর্ত
এমন কোন বেলা ।।
ভাল কি আর লাগে প্রিয়া ? ঐ
যেথায় তোমার থাকবে নাকো
শরীরের ঐ ছায়া
থাকবে নাকো যেথায় তোমার
ঐ হৃদয়ের মায়া।
আমি চাইনে কভু এমন জীবন
প্রিয়ার অবহেলা ।।
ভাল কি আর লাগে প্রিয়া ? ঐ
ও-ও-ও ভালো কি আর লাগে প্রিয়া --
তোমার চোখেই না দেয় যদি
আমায় ইশারা,
আমার অভাব না করে যদি
তোমায় দিশেহারা।
চাইনে আমি সেই প্রিয়ারে
জীবনও বেলা ।।
ভাল কি আর লাগে প্রিয়া ? ঐ
ও-ও-ও ভালো কি আর লাগে প্রিয়া --
আমার লেখা সঙ্গীত থেকে আজ
এই গীতি কাব্যটি আমাদের গোটা
আসরের সকল সুপ্রিয় কবি ভাই-
বোন,বন্ধুদের উদ্দেশেই বা সৌজন্যে
প্রেরণ করলাম। ধন্যবাদ সবাইকে।